বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে সৃষ্ট জটিলতা হাইকোর্ট, চেম্বারজজ আদালত, আপিল বিভাগ ঘুরে বিষয়টি এখন উচ্চ আদালতের দ্বারে। এর মধ্যেই নিজেকে শিল্পী সমিতির বৈধ সাধারণ সম্পাদক দাবি করেছেন চিত্রনায়িকা নিপুণ।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এফডিসিতে এক সংবাদ সম্মেলনে নিপুণ দাবি করেন, আমি বৈধ সাধারণ সম্পাদক। আদালতের আদেশের ফলে আমি যেখানে আছি সেখানেই থাকব।
এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে জায়েদ খান নাকি নিপুণ আক্তার বসবেন সে বিষয়ে হাইকোর্টের রুল শুনানি হবে ২২ ফেব্রুয়ারি।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
নিপুণের আইনজীবী সময় চাওয়ায় ২২ তারিখ শুনানির দিন ধার্য করা হয়েছে।
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসতে পারবেন না বলে জানান আপিল বিভাগ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।