এই মুহূর্তে বাংলাদেশ সফরে রয়েছেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াররা।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত শনিবার আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ২৩ সদস্যের একটি দল বাংলাদেশে পৌঁছেছেন। রোববার দলটি সিলেটে যায় এবং সেদিনই তাদের সবার কভিড টেস্ট করা হয়।
আজ মঙ্গলবার জানা গেল, সফরে থাকা আটজন ক্রিকেটার, তিনজন সহযোগী এবং এক ক্রিকেটারের স্ত্রীর করোনা ধরা পড়েছে।
তবে কারোর গুরুতর উপসর্গ রয়েছে কি না- তা এখনো জানা যায়নি। করোনা আক্রান্ত সবাই আইসোলেশনে রয়েছেন।
বিসিবি সূত্রে জানা গেছে, টিমের যাদের করোনা সংক্রমণ ধরা পড়েনি তারা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন।
উল্লেখ্য, বাংলাদেশে সফরে আসা আফগানিস্থান জাতীয় ক্রিকেট দলটি ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এরপর মার্চ মাসে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।