রাজশাহীর বাঘায় রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ ফেব্রুয়ারী ) বাঘা উপজেলার মীর গঞ্জ রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যলয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.০০ ঘটিকা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৩.০০ ঘটিকায়।
জানা যায়,উপজেলার মীর গঞ্জ রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন প্রধান কার্যলয়ের ২০৮ জন ভোটার তাদের ভোটাধিকার ভোট প্রয়োগ করেন।
এ নির্বাচনে সভাপতি পদে দুই জন প্রার্থী (১) মো, এনামুল হক আনারস মার্কা (২) মো, আঃ কাদের ছাতা মার্কা।
সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী (১) মো, সাহারুল ইসলাম চেয়ার মার্কা (২) আঃ ছালাম রিক্সা মার্কা (৩) মো, হাবিবুর রহমান (হবি) মাছ মার্কা।
ক্যাশিয়ার পদ প্রার্থী পদে দুই জন (১) মো, নাসীম উদ্দিন মোরগ মার্কা (২) মো, শান্ত আলী ফুটবল মার্কা। তিন টি পদে মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারদের ভোট গ্রহণ করেন মো, গোলাম মোর্শেদ প্রধান শিক্ষক পিজাইডিং অফিসার মীর গঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, মো, আঃ লতিফ সহকারী শিক্ষক ও বাবুল হোসেন অফিস সহকারী।
প্রশাসন ও স্থানী গ্রাম পুলিশ সহযোগীতায় ভোট গ্রহণ শুরু হয়।
ভোট গ্রহণের সময় ভোটার স্বতঃ স্ফূর্তভাবে উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা সিরাজুল ইসলাম ও মো, নুরুল ইসলাম।
ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনা হলে সভাপতি হোন মো, আঃ কাদের ছাতা মার্কা সাধারণ সম্পাদক মো, সাহারুল ইসলাম চেয়ার মার্কা ও
ক্যাশিয়ার মো,শান্ত আলী ফুটবল মার্কা।
স্থানীয় জনতা ভোটারেরা বলেন ভোট সুন্দর ভাবে গ্রহণ করা হয়েছে।