কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠক হয় গতকাল বুধবার রাতে। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়া শেষ হয়েছে তারাই ক্লাসে অংশ নিতে পারবে। বাকিরা অনলাইনে ক্লাস করবে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি জানিয়েছেন, প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ২৬ হাজার ২২২ জন। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩৪ লাখ ৪০ হাজার ৪৮৪ জন।
প্রাথমিকের ক্ষেত্রে ২২ তারিখের পর থেকে দুই সপ্তাহ দেখা হবে। তারপর তাদের শ্রেণিকক্ষে নিয়ে আসা হবে। এখনই তারা আসবে না। ১২ বছরের নীচের শিশুদের টিকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বুয়েটেও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। কারণ পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তাই ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। এ সপ্তাহে একটি বৈঠক হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে।
দেড় লাখ শিক্ষার্থী রয়েছে যারা এক ডোজ টিকাও নেয়নি। তাদের দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।
মাধ্যমিকে ৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২২ ফেব্রুয়ারি থেকে নতুন কারিকুলামের পাইলটিং পদ্ধতিতে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।