নারায়ণগঞ্জে একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবগামী গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার ধুপ্তারার বান্টি এলাকায় এ ঘটনা ঘটে।
গাড়িতে আগুন লাগার পর বাসে থাকা চালকসহ সবাই দ্রুত বাস থেকে নেমে যায়। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা সংবাদমাধ্যমকে বলেন, ঘটনাটি জানার পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, চলন্ত বাসটিতে ইঞ্জিন থেকে আগুন লাগে।