ঘটনাটি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার। আপন শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মো. নাঈম কাজী (২৬)।
গ্রেপ্তার ওই ছাত্রলীগ নেতা মুকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার প্রভাকরদী গ্রামের মোশারফ কাজীর ছেলে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার আমিনুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ছাত্রলীগ নেতা নাঈম কাজী গত ২১ জানুয়ারি শুক্রবার ওই তরুণীকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে ধর্ষণ করে। এ ঘটনায় তরুণীর বাবা ছাত্রলীগ নেতা নাঈম কাজীকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
পরে পুলিশ গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মুকসুদপুর উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার আমিনুল ইসলাম জানান, নির্যাতিতা তরুণীকে মুকসুদপুর থানার পুলিশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে টেস্ট এবং জবানবন্দি নেওয়ার জন্য গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।