শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮ থেকে বেলা ১১ টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের ২য় তলায় রোগী বাছাই করে অপারেশনের জন্য ভর্তি করা হবে। রোগী বাছাই কার্যক্রম চলবে ৩ মার্চ পর্যন্ত।
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং থাকা-খাওয়ার খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে। রোগীকে শুধু ওষুধের খরচ বহন করতে হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ০৯৬১২৩৪৫৬৬৬, ০১৭১৩৪৮৮৪১৮ নম্বরে যোগাযোগ করা যাবে। অথবা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকা, এ ঠিকানায় সরাসরি যোগাযোগ করা যাবে।
আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, আদ্-দ্বীন আসহায়, সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ যাচ্ছে। দরিদ্র রোগীরা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য আদ্-দ্বীন হাসপাতালসমূহে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয়। মানবসেবার অংশ হিসেবে আদ্-দ্বীন হাসপাতালে বিনামূল্যে প্রস্টেট জনিত প্রস্রাবের সমস্যার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রখ্যাত ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. আফিকুর রহমান বলেন, প্রস্টেট জনিত সমস্যায় অনেকেই অর্থের অভাবে চিকিৎসা নিতে না পেরে কষ্ট ভোগ করেন। আমরা তাদেরকে বিনামূল্যে উন্নতমানের সেবা দিচ্ছি। বিনামূল্যে এই সেবা কার্যক্রমের সাথে থাকতে পেরে আমরা আনন্দ অনুভব করি।