মনিরামপুর প্রেসকাবের অর্থ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমানের চাচাত ভাই সোলায়মান মোল্যার ইন্তেকাল।
তিনি পৌরশহরের গাংড়া গ্রামের মরহুম ইন্তাজ আলী মোল্যার পুত্র বিশিষ্ট হোমিও চিকিৎসক ছিলেন। সোলায়মান মোল্যা দীর্ঘদিন যাবৎ শ^াসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় শনিবার রাত সাড়ে আটটার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী—-রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার দুপুরে পৌরশহরের গাংড়া দক্ষিনপাড়া জামে মসজিদ মাঠে হাজারো মুসল্লিদের অংশগ্রহনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ডাঃ সোলায়মান মোল্যার মৃত্যুর খবর পেয়ে থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ ইকবাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তার বাড়িতে গিয়ে আত্মার মাগফিরাত কামনা শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।