যশোরের কেশবপুরে জাতীয় পতাকার অবমাননার দায়ে এক ব্যক্তিকে সাতদিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে, সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেশবপুর বাজারের ইসলাম ট্রেডার্সের ভবনে বাথরুমের ভেন্টিলেটারে জাতীয় পতাকা টাঙিয়ে রাখে। এই ঘটনায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুদ কামালকে ৭ দিনে কারাদণ্ড প্রদান করা হয়।
এই ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাসুদকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
তিনি জানান,ইসলাম ট্রেডার্সের ভবনের বাথরুমের ভেন্টিলেটারে জাতীয় পতাকা টাঙিয়ে রাখায় ঘটনায় এই দণ্ড প্রদান করা হয়।