দেশে ২৬ ফেব্রুয়ারির পর সীমিত আকারে করোনার প্রথম ডোজ টিকা দেবে সরকার। নির্দিষ্ট তারিখের পর দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকা গুরুত্ব পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রাঙ্গণে এক দিনে ১ কোটি টিকা দেয়ার আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের জনগণের সুরক্ষা নিশ্চিতে ২৬ ফেব্রুয়ারি টিকা দেয়ার বড় উদ্যোগ নেয়া হয়েছে।
ওই দিন ১ কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনার রয়েছে।
তিনি বলেন, ‘২৬ ফেব্রুয়ারির পর আমরা বুস্টার ও দ্বিতীয় ডোজে বেশি গুরুত্ব দেব। তবে এরপরও স্বাভাবিক টিকা কর্মসূচি চলমান থাকবে, সে জন্য প্রথম ডোজ নিতে একটু দেরি হতে পারে। এই টিকা কার্যক্রম চলমান থাকবে। এটা বন্ধ হবে না। তখন যারা প্রথম ডোজ নেননি, তারা পেছনে পড়ে যাবেন। ’
২৬ তারিখের কর্মসূচি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টিকার প্রথম ডোজের গতি বাড়াতে নির্দেশনা দেয়া হয়েছে। মাঠকর্মীরা সেভাবে কাজ করছেন। সেদিন প্রতিটি ইউনিয়নে তিনটি করে কেন্দ্র করা হবে। এ ছাড়া উপজেলার নির্ধারিত হাসপাতালের সব টিকাকেন্দ্র চালু থাকবে। প্রতিটি উপজেলায় পাঁচটি অতিরিক্ত টিম কাজ করবে বলে জানান তিনি।