December 23, 2024, 11:53 am

বিমানবন্দরে করোনা টেস্ট লাগবেনা আমিরাতগামীদের।

অনলাইন ডেক্স
  • Update Time : Tuesday, February 22, 2022,
  • 101 Time View

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাত্রার ছয় ঘণ্টা আগে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের করোনা পরীক্ষা করা বাধ্যবাধকতা ছিলো। তবে মঙ্গলবার সকাল ১০টা থেকে এ পরীক্ষা করার নিয়ম আর থাকছে না। আজ মঙ্গলবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নির্দেশনায় এ বাধ্যবাধকতা প্রত্যাহার করার কথা বলা হয়েছে।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন।
সেখানে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ইউএই-গামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা পূর্বে আরটি পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো। ’

তিনি বলেন, বিমানবন্দরে পরীক্ষাগারটিতে ছয়টি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। তারা এখন একটি ইউনিট হিসেবে কাজ করবে। সবাই সমপরিমাণ যাত্রীর করোনা পরীক্ষা করার সুযোগ পাবে। এ বিষয়ে একটি তত্ত্বাবধায়ক কমিটি করা হয়েছে। তারাই পুরো প্রক্রিয়ার সমন্বয় করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71