করোনা সংক্রমণ কমতে শুরু করেছে ভারতে। তবে টিকাদানে জোর দিয়ে কোভিড সংক্রমণ কমিয়ে আনার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ভারত। এসময় বায়োলজিক্যাল ই-এর টিকা কর্বিভ্যাক্সকে সীমিত জরুরি ব্যবহারের অনুমোদন দিল ড্রাগস জেনারেল কন্ট্রোল অব ইন্ডিয়া (ডিজিসিআই)।
তবে ১২ বছরের কম বয়সীদের এই টিকা দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দেশটির সরকার।
গত ১৪ ফেব্রুয়ারি সিডিএসসিও-এর করোনা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি বায়োলজিক্যাল ই-এর আবেদনের বিষয়ে আলোচনা করে। সেখানে ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার আলোচনা হয়। পরে শর্তসাপেক্ষে এই টিকাকে ডিজিসিআই অনুমোদন দেয়। বায়োলজিক্যাল ই’র এই অ্যান্টি করোনা টিকার নাম ‘কর্বিভ্যাক্স’, যা একটি আরবিডি প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন। এএনআই এর খবরে জানা যায়, এই টিকার দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা। ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য দুই ডোজের এই টিকা বিশেষভাবে তৈরি করা হয়েছে।