চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় ১১টায়।
প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ এই ম্যাচটিতে জয় পেলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে।
ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে আসবে টাইগাররা।
এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে ৯টি ম্যাচে। যেখানে বাংলাদেশের জয় ৬ ম্যাচে আর আফগানরা জিতেছে তিনটি। সবশেষ তিন লড়াইয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ।