খুলনার রূপসা পাইকারী কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে।
প্রায় পৌনে ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাঁচাবাজারে ককশিটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
রূপসা পাইকারী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক রমজান আলী হাওলাদার জানান, কাঁচা বাজারের ২১টি ঘর ও পাশের সুলতান শিকদারের বাড়ির ৫টি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে। বাজারে পাইকারি বিক্রেতা মন্টু মিয়ার ফলের দোকানে আগুন লেগে কয়েক লাখ টাকার ফল পুড়ে গেছে। এছাড়া ফলের দোকানসহ আশেপাশের দোকানের মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস টুটপাড়া স্টেশনের কর্মকর্তা শামসুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে টুটপাড়া ও বয়রার চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।