একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আজ। বুধবার সকাল ৮টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধন করবেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নতুন বর্ষের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন।
এসময় উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরাই উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন করে। তবে এবার ভর্তিতে পরীক্ষা নেওয়া হয়নি।