মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার” এমন প্রতিপাদ্যে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে নাগরিকদের স্মার্ট কার্ড ও নাগরিক সেবা প্রদানে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাচন অফিসের সার্ভার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, কৃষি কর্মকর্তা আজু আক্তার, সমাজ সেবা কর্মকর্তা ওলিউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।