রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
নিহত ব্যক্তির নাম ওমর ফারুক।
তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার আব্দুল খালেকের ছেলে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, বুধবার রাতে হানিফ ফ্লাইওভারের ঢাল থেকে রক্তাক্ত অবস্থায় ওমর ফারুককে উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত দেড়টার দিকে ওমর ফারুককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সিসিটিভির ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।