পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ও শনিবার দিনভর উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের চিকনিকান্দী বাজারে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
জানা যায়, উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের চিকনিকান্দী বাজার এলাকায় সরকারি খাস জমি চিহ্নিত করে উপজেলা প্রশাসন। স্থানীয় জনৈক ব্যক্তি ওই ভূমির কিছু অংশ দখল করে সেখানে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করেন। শুক্রবার ও শনিবার দিনভর সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, উপজেলা ভূমি অফিসের হেড ক্লার্ক মো. শফিক, উপজেলা সার্ভেয়ার আলি আজগর প্রমুখ।