জহুরুল ইসলাম নামের এক মাদক বিক্রেতাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মাদক মামলায় গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক রোববার এই আদেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়ার বাসিন্দা জহুরুল ইসলাম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। ২০১৯ সালের ২ জুন মাদক বিক্রি করতে গিয়ে পৌরবাজার এলাকায় তিনি ২৫০ গ্রাম হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়েন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ জানান, মাদক বিক্রেতা জহুরুলকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক তার রায়ে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।