আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তবে হেরেছে দ্বিতীয় ম্যাচে। ফলে দুই ম্যাচের টি-২০ সিরিজ ১-১ এ ড্র হলো। দুই দল যৌথভাবে ট্রফি নিয়ে সেলিব্রেশন করেছে।
গতকাল রোববার প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১১৫ রানেই আটকে যায় বাংলাদেশের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে ১৪ বল আগেই জয় নিশ্চিত করে আফগানিস্তান। মাত্র ৪৫ বলে ৫৯ রানের হার না মানা ইনিংস খেলেছেন আফগান ওপেনার হযরতুল্লাহ জাজাই। আরেক ব্যাটসম্যান ওসমান গনি খেলেছেন ৪৫ রানের ইনিংস।
দ্বিতীয় উইকেটে ৯৯ রানের জুটিতে সহজ জয় পায় সফরকারী। মাত্র ১৮ রানে ৩ উইকেট নিয়ে ফারুকী। ২২ রানে ৩ উইকেট নিয়েছেন ওমরজাই।
সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং -তিন বিভাগেই ব্যর্থ টাইগাররা। অতিরিক্ত সমীহ করতে গিয়েই নিজেদের বিপদ ডেকে এনেছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। টপ অর্ডারের পাশাপাশি মিডল অর্ডারও হয়েছে ব্যর্থ।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩০ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে। ম্যাচে মুশফিক-মাহমুদুল্লাহর ৪৩ রানের জুটিটিই সর্বোচ্চ।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেট খুবই ভালো ছিল। অন্তত ১৫০ রান হলে ভালো হতো। কিন্তু আমাদের ব্যাটিং আমাকে হতাশ করেছে। ‘