January 1, 2025, 7:01 am

গলাচিপায় গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামীসহ গ্রেফতার ৪

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • Update Time : Thursday, March 10, 2022,
  • 56 Time View

পটুয়াখালীর গলাচিপায় তনয়া আক্তার (২০) নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ও ননদসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৯ মার্চ) দুপুরে র‌্যাব ৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন– তনয়ার স্বামী মিলন, ননদ রুবিনা বেগম, ননদের স্বামী হেলাল চৌকিদার ও ছেলে সাগর চৌকিদার।

র‌্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গাজীপুরের টঙ্গী থেকে মামলার প্রধান আসামি মিলনসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব কর্মকর্তা আরও জানান, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামে দাম্পত্য কলহের জেরে গত ২ মার্চ রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী তনয়ার শরীরে এসিড নিক্ষেপ করে মিলন।

এতে তার চোখ ও মুখমণ্ডলের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় তনয়ার বড় ভাই ইভান হাওলাদার বাদী হয়ে তনয়ার স্বামী, ননদ পানপট্টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য, ননদের স্বামী ও ননদের ছেলেকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর আসামিরা সবাই পালাতক ছিল। র‌্যাব গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71