কুড়িগ্রাম সদর উপজেলার পাচঁগাছী ইউনিয়নের নওয়াবশ সরকারি আবাসন প্রকল্পের গুচ্ছ গ্রামে প্রেমের ঘটনা নিয়ে সংঘর্ষে ছুরিকাঘাতে বকুল মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সদর থানা-পুলিশ নয়জনকে আটক করেছে।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন।
আটকরা হলেন- কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের নওয়াবস আবাসন প্রকল্প গুচ্ছ গ্রামের বাসিন্দা মৃত মোজাম্মেল হকের ছেলে মোরশেদুল হক (৪২), মোরশেদুল হকের ছেলে জাহিদ হাসান (২০), মোরশেদুল হকের স্ত্রী আফরোজা বেগম (৩৭)।
জেলা সদরের সওদাগর পাড়া গ্রামের হানিফ মিয়ার ছেলে রওশন ইসলাম (২৫), আকিরুজ্জামানের ছেলে রাশিদুল ইসলাম (৪৪), আকিরুজ্জামানের ছেলে রানা ইসলাম (২৬), মৃত মোজাম্মেল হকের ছেলে হানিফ আহমেদ (৫৩), মৃত মোজাম্মেল হকের স্ত্রী মদিনা বেগম (৬৫) ও হানিফ মিয়ার স্ত্রী রোজী বেগম (৪২)।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো.শাহরিয়ার জানান, বৃহস্পতিবার রাত জুড়ে অভিযান চালিয়ে মূল হত্যাকারীসহ নয়জনকে আটক করা হয়েছে। বাকীদেরও আটকের চেষ্টা চলছে।