তারা দুজন দুনিয়াতে এসেছে একসাথে। আবার দুনিয়া ছেড়ে চলে গেলও একসাথে। মাঝের ১০টি বছর দিয়ে গেল ভালোবাসা ও স্মৃতি। কিন্তু সেই ভালোবাসা, স্নেহ মায়া-মমতা সব এক নিমিষে জ্বালা-যন্ত্রনায় রুপ নিল।
টাপুর-টুপুর তারা যমজ দুই বোন। রাজবাড়ী জেলা গোয়ালন্দ মুনষ্টার স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তারা। উপজেলার পুকুরের পানিতে ডুবে এক সাথে মৃত্যু হয় তাদের।
শনিবার (১২ মার্চ) বিকেলে দিকে এ দূর্ঘটনা ঘটে। ইছাক শেখের পাড়ার বাসিন্দা হোসেন শেখের মেয়ে টাপুর-টুপুর। শিশু দুটি তার নানীর কাছে উপজেলায় ভাড়া বাসায় বসবাস করতো।
একাধিক স্থানীয়রা জানান, টাপুর-টুপুর নামের যমজ দুই কন্যা শিশুর মা-বাবা আলাদা থাকতো। সেই কারণে টাপুর-টুপুর মায়ের আদর সোহাগ বঞ্চিত হয়ে নানীর কাছে থাকতো।
দুপুরে স্কুল থেকে বাড়ীতে ফিরে সকলের অজান্তে গোয়ালন্দ উপজেলার পুকুরে গোসল করতে নামে। সেই সময় পুকুরে আর কেউ ছিল না। অনেক সময় তাদের দেখতে না পেয়ে তাদের নানী ও স্থানীয়রা চারিদিকে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখে। পরে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যায়। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, শিশু দুটির মৃত্যুতে গোয়ালন্দ ঘাট থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।