December 23, 2024, 7:37 pm

কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু।

অনলাইন ডেক্স
  • Update Time : Saturday, March 12, 2022,
  • 37 Time View

কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও দুই জন বাংলাদেশি। শনিবার ভোর রাতে কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউজে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঝলসে মৃত্যু হয় এক বাংলাদেশি নাগরিকের।

 

 

জানা যায়, ভোর সাড়ে ৪ টা নাগাদ নিউমার্কেট এলাকার ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের ‘রাহবার’ নামে ওই গেস্ট হাউজের দোতলা থেকে আগুনের ফুলকি দেখা যায়, আগুন ছড়িয়ে পড়ে গেস্ট হাউজের অন্য ঘরগুলিতেও। কালো ধোঁয়ায় তার চারপাশ ছেয়ে যায়।

ওই গেস্ট হাউজের এক কর্মী জানান, রিসেপশনে ওই আগুন লাগে, পরে তা অন্যত্র ছড়িয়ে পড়ে। আগুনে ভস্মীভূত গেস্ট হাউজের ১১টি ঘর। আর সেখানেই ছিলেন বাংলাদেশি পর্যটকরা। কলকাতায় চিকিৎসা করতে আসা প্রায় ২৮ জন বাংলাদেশি ওই গেস্ট হাউজটিতে ছিলেন। আগুনে রীতমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বেরিয়ে আসতে থাকেন। এরই মধ্যে আগুন লাগার পরই দ্রুততার সাথে ঘটনাস্থলে এসে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি।

ঘটনাস্থলে পৌঁছায় নিউ মার্কেট থানার পুলিশ ও কলকাতা পুলিশের ডেপুটি পুলিশ কশিনার (সেন্ট্রাল) রূপেশ কুমার। ডিসির নেতৃত্বেই ওই গেস্ট হাউজ থেকে প্রায় ১৬ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়। ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে।

এরই মধ্যে গেস্ট হাউজের ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় শামীমাতুল আফরোজ নামে ৬০ বছর বয়সী এক নারীকে। কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি। পরে হাসপাতালের তরফে তাকে মৃত বলে ঘোষণা দেওয়া হয়। শামীমাতুলের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে।

আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আরও দুই বাংলাদেশি নাগরিক। এর মধ্যে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫ বছর বয়সী মাইনুল হক এবং মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি আছেন ৪২ বছর বয়সী মেহতাব আলম নামে অপর বাংলাদেশি।

প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের অনুমান শর্ট সার্কিট থেকেই ওই গেস্ট হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে নেমেছে নিউমার্কেট থানা। ইতিমধ্যেই ওই গেস্ট হাউজটি সিল গালা করে দিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71