ঝিনাইদহের সাধুহাটি বাসস্ট্যান্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শিমুল হোসেন (২৯) নামে এক ব্র্যাক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত পোনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিমুল যশোর জেলার চৌগাছা উপজেলার বাকপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলায় ব্র্যাক কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা জেলা শহরে ফিরছিলেন শিমুল। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানো মাত্র বিপরিত দিক থেকে আসা একটি প্রাইভেট কারকে সাইড দিতে যায়। এ সময় সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গাছের গুড়ি বোঝায় একটি আলমসাধুতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এস আই বিল্লাল হোসেন জানান, শিমুলের মরদেহটি উদ্ধার করে ডাকবাংলা পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।