নরসিংদীতে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহতের ঘটনা ঘটেছে। শনিবার (১২ মার্চ) রাত দেড়টার দিকে পলাশের ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ওই ব্যাক্তি শিবপুরের দত্তেরগাও এলাকার মো. ইউসুফ আলী (৩০)।
আহত বাকি ৫ জন হলেন, দত্তেরগাও এলাকার মৃত আবু হানিফার ছেলে মোকাররকম মিয়া (২৬), একই এলাকার প্রবাস ফেরত মাহবুব মিয়া, মাসুম মিয়ার ছেলে মো. রেদুয়ান (০৯), মো. আবদুল্লাহ ( ১২) এবং পলাশের চরসিন্দুর এলাকার মৃত আনিস মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা হতে ছেড়ে আসা চট্রগ্রাম গামী তুর্ণা নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল।
একই সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়া রাস্তা পার হচ্ছিল একটি প্রাইভেটকার। ট্রেন দ্রুতবেগে এসে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় এবং এটি রেললাইনের পাশে ছিটকে পড়ে।
ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং পাঁচজন গুরুতর আহত হয়। রেলওয়ে স্টেশন কতৃপক্ষ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে এবং রেলওয়ে পুলিশ গিয়ে নিহত ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে।