সেলফি তুলতে কুষ্টিয়ার কয়া রেল ব্রিজ থেকে গড়াই নদীতে পড়ে নিখোঁজ সামী নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবরীদল।
কুমারখালী ফায়ার স্টেশনের সাব অফিসার আব্দুল হালিম জানান, শুক্রবার বিকেল পাঁচটার দিকে চার কিশোর টিকটকের সেলফি তুলতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া রেল সেতুর উপরে ওঠে। ট্রেন এসে পড়লে বাকি তিনজন ব্রিজের কার্নিশে অবস্থান নিলেও সামী গড়াই নদীতে পড়ে যায়। পরে খবর পেয়ে ঐ কিশোরকে উদ্ধারে অংশ নেয় ফায়ার সার্ভিস কর্মীরা।
জানা গেছে, নিহত সামী (১৪) কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের হারুনের ছেলে। সে কুমারখালী এমএন হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
শুক্রবার বিকেল ৫টার দিকে গড়াই রেলওয়ে ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে গড়াই রেল সেতুর ওপর চারজন বন্ধু মোবাইলে সেলফি তোলার সময় হঠাৎ করেই ট্রেন চলে আসে। এসময় সেলফি তোলা ছামী ট্রেনের ধাক্কায় গড়াই নদীতে পড়ে যায়। পরবর্তীতে কুমারখালী থানায় খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।