বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা তদন্তকাজ অবৈধ ঘোষণা করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এ আদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ।
একইসঙ্গে, বিমানের সাবেক এ ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকসহ সংশ্লিষ্টদের আগামী ৮ মাসের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ১৫ সেপ্টেম্বর হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ সাবেক ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে দুর্নীতি তদন্তের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। পরবর্তী চার সপ্তাহের মধ্যে দুদকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।
২০১৪ সালের জানুয়ারিতে বিমানের তৎকালীন ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে দুর্নীতির বিষয় তদন্তের জন্য নোটিশ দেয় দুদক। পরে সিবিএ নেতা মো. মশিকুর রহমান, আজাহারুল ইমাম মজুমদার, আনোয়ার হোসেন, মো. ইউনুস খানসহ অভিযুক্তরা ওই নোটিশে দুদকে হাজির হতে অস্বীকৃতি জানায়।
এ বিষয়ে দুদকের পক্ষ থেকে আর কোনো ব্যবস্থা নেয়া হয়নি মর্মে গণমাধ্যমে আসা প্রতিবেদন সংযুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট করা হয়।