পাকিস্তানকে ৯ রানে হারিয়ে নারী বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম বিশ্বকাপে খেলতে গিয়েই পাকিস্তানকে ৯ রানে হারালো নিগার সুলতানা জ্যোতির দল।
নিউজিল্যান্ডের হ্যামিল্টনে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে শামীমা ও শারমিনের সংগ্রহ ৩৭। শামীমা আউট হন ১৭ রানে।
দলের রান যখন ৭৯, তখন প্যাভিলিয়নে ফেরন শারমিন। তার ব্যাট থেকে আসে ৪৪।
এরপর ফরজানার ৭১, অধিনায়ক নিগার সুলতানার ৪৬ রানে ৭ উইকেটে ২৩৪ রান করে বাংলাদেশ।
জবাবে, পাকিস্তানের শুরুটা মন্দ হয়নি। নাহিদা ও শিরদা মিলে করেন ৯১। নাহিদা প্যাভিলিয়নে পথ ধরেন ৪৩ রানে।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেয়া শিদরাও পাকিস্তানকে জেতাতে পারেননি। তাদের ইনিংস থেমেছে ৯ উইকেটে ২২৫ রানে। ম্যাচ সেরা ফাহিমা নেন ৩ উইকেট।