বাংলাদেশের অন্যতম আলোচিত ও ব্যবসা সফল ছবি ‘ছুটির ঘণ্টা’ এর কিংবদন্তি পরিচালক আজিজুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি…)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।
কানাডায় বাংলাদেশ সময় সোমবার (১৪ মার্চ) রাত ১১টার পরে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিচালকের মেয়ে আলিয়া রহমান বিন্দির বরাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।
চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান দেশের একজন গুণী নির্মাতা। প্রখ্যাত পরিচালক এহতেশামের সহকারী হিসেবে তিনি চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন ১৯৫৮ সালে। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র লোককাহিনী নির্ভর ‘সাইফুল মুল্ক্ বদিউজ্জামাল’ মুক্তি পায় ১৯৬৭।
এরপর তিনি উপহার দিয়েছেন অশিক্ষিত (১৯৭৮), মাটির ঘর (১৯৭৯), ছুটির ঘণ্টা’র (১৯৮০) মতো কালজয়ী সিনেমাগুলো। দীর্ঘ ক্যারিয়ারে তার ৫৪টি চলচ্চিত্রের মধ্যে আরও উল্লেখ করা যায় জনতা এক্সপ্রেস, সাম্পানওয়ালা, ডাক্তার বাড়ি, গরমিল ও সমাধান ইত্যাদি ছবিগুলোর নাম।
প্রসঙ্গ, ১৯৩৯ সালে তিনি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন শহরের কলসা সাঁতাহার মহল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম রুপচাঁন প্রামানিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করার পর চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেন। অনেক দিন ধরে তিনি সপরিবারে কানাডায় বসবাস করছিলেন।