বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিনদিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এর মধ্যে ব্যবসায়িরা দুইদিনের বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ও মাঝখানে একদিন শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়।
নোটিশ থেকে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার ও পবিত্র শবে বরাত উপলক্ষে ১৯ মার্চ শনিবার বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে ওই সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে উল্লেখ করেছেন তারা।