পুরান ঢাকার হোসেনি দালানে গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা করা হয়েছে আজ মঙ্গলবার। মামলার রায়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং অন্য ছয়জনকে বেকসুর খালাস দিয়েছেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।
সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে মো. কবির হোসেনকে ৭ বছর কারাদণ্ড এবং মো. আরমান ওরফে মনিরকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।