চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ৬৫ শতাংশ কাজ শেষ। প্রকল্পে ৩৬টি খালের মধ্যে খনন কাজ শেষ হয়েছে ১৮টি। বাকি অংশের কাজ শেষ করতে আরো দুই বছর সময় চান সিডিএ। তবে জোয়ারের পানিতে প্রতিদিন দুইবার ঢুবে যাওয়া চাক্তাই খাতুনগঞ্জে এখন আর প্রবেশ করছে না পানি। বর্ষা মৌসুমে আরো সুফল মিলবে বললেন প্রকল্প বাস্তবায়ন সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী।
চট্টগ্রাম নগর। একটু বৃষ্টি হলেই হাঁটু কোমর পানিতে জীবনযাপন বেশিরভাগ নগরবাসীর। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে ২০১৭ সালে জলাবদ্ধতা প্রকল্প হাতে নেয় সিডিএ। প্রকল্প ব্যায় ধরা হয় ৫ হাজার ৬১৬ কোটি টাকা। তবে কয়েক দফা মেয়াদ বাড়ানোর সাথে সাথে প্রকল্প ব্যয় দাঁড়ায় প্রায় ১০ হাজার কোটি টাকা। তবুও হচ্ছে না শেষ। জলাবদ্ধতা প্রকল্প বাস্তবায়ন সংস্থা সিডিএ ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা বলেন, এই মেগা প্রকল্পের ৬৫ শতাংশ হয়েছে কাজ।
২০২২ সালের জুন মাসে এটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতা, প্রয়োজনীয় অর্থের যোগানসহ নানা কারণে প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হচ্ছে না।
তবে হাজার হাজার কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্পের সুফল পেতে চান নগরবাসী।
জলাবদ্ধতা প্রকল্পের বাকি অর্থ ছাড় হলেই ২০২৪ সালের জুন মাসেই এই মেগা প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান সিডিএ।