রোজা শুরুর আগেই আবারো চট্টগ্রামের বাজার অস্থির। চালের পাশাপাশি মাংসের বাজারে লেগেছে গরম হাওয়া। সবজির দামও চড়া। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজার নেই কোনো নিয়ন্ত্রণ।
তাই হতাশ ক্রেতারা।
বাজারে ক্রেতাদের সমাগমে জানান দিচ্ছে একদিন পরেই রোজা শুরু। প্রতিবছর পবিত্র রমজান মাসের আগে নির্দিষ্ট কিছু খাদ্যপণ্যের দাম বাড়বে—এটিই যেন নিয়ম। এবারও ব্যতিক্রম হয়নি। সব ধরনের পণ্যের দাম আরেক দফা বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতারা।
মাংসের বাজারেও লেগেছে গরম হাওয়া। বয়লার মুরগি যেখানে কয়েকদিন আগেও ১৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি করেছে সেখানে এখন দাম হাঁকা হচ্ছে ১৬৫ টাকা কেজি। আর গরু মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি দরে। বেড়েছে খাসির মাংসের দামও। তাই দিশেহারা ক্রেতারা।
আর বিক্রেতারা দেখাচ্ছে নানা অজুহাত।
এদিকে চালের দাম আরেক দফা বাড়ানোর পাশাপাশি ছোলাও বিক্রি হচ্ছে খুচরা বাজারে বেশি দামে। খাতুনগঞ্জের পাইকাররা বলছেন পর্যাপ্ত আমদানি থাকায় পাইকারিতে সব ধরনের পণ্যের দাম কমতির দিকে।
খুচরা বাজার নিয়ন্ত্রণে মাঝে মধ্যে ভোক্তা অধিকার অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযান থাকলেও নিয়মিত না থাকার কারণেই খুচরা ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি ভোক্তারা।