পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ সেশনে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। প্রথম দিন শেষে স্বাগতিকরা তুলেছে ৫ উইকেটে ২৭৮ রান। সুযোগ পেয়েই স্পিনার তাইজুল তুলে নিয়েছেন ৩ উইকেট।
সেন্ট জর্জেস পার্কে শেষ বিকেলের আলোয় উজ্জল বাংলাদেশ।
সেখানে স্ব-মহিমায় আলো ছড়িয়েছেন তাইজুল ইসলাম। তিন উইকেট প্রাপ্তির দিনে দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে তুলেছে ২৭৮ রান। তাইজুল ছাড়াও খালেদ আহমেদ নেন ২ উইকেট। ক্রিকেটের বনেদী ফরমেট ক্ষণ ক্ষণে রং বদলায়। টাইগাররাও চাইবে দ্বিতীয় দিনে প্রোটিয়া ব্যাটারদের দ্রুতে গুটিয়ে দিতে।
এর আগে, দিনের প্রথম সেশনে সফল দক্ষিণ আফ্রিকা। তবে, এই ভেন্যুতে ১৩৩ বছর পর বাংলাদেশ স্পিন দিয়ে শুরু করে। বল করলেন মেহেদী মিরাজ।
সঠিক সময়ে রিভিউ না নেয়া যেন অভ্যাসে পরিণত করেছেন মুমিনুল হক। সে কারণে প্রথম উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ১১ ওভার পর্যন্ত। সারেল এরভিকে আউট করেন খালেদ আহমেদ। প্রথম সেশনে সাফল্যে বলতে এতোটুকুই।
দ্বিতীয় সেশন শুরুর পাঁচ ওভার পরই অধিনায়ক ডিন এলগারকে সাজঘরে পাঠান তাইজুল। টানা তিনটি ফিফটির দেখা পাওয়া প্রোটিয়া ওপেনারের ব্যাট থেকে এদিন আসে ৭০। এই ভেন্যুতে সর্বোচ্চ রানের মালিকও এখন তিনিই।
মাঝে বৃষ্টিতে ২৪ মিনিট খেলা বন্ধ থাকলেও মাঠে ফিরে টাইগার পেসাররা পিচ থেকে সুবিধা আদায় করতে পারেননি। এবাদতকে টানা তিনটি বাউন্ডারি হাকিঁয়ে চতুর্থ অর্ধশতকের দেখা পান কেগান পিটারসন। সেই তাইজুলের ঘুর্ণিতে তার ইনিংসের যবনিকা ঘটে ৬৪তে।
এই ম্যাচেও আম্পয়ারদের সিধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই পারে। রায়ান রিকেলটনের উইকেটটাও রিভিউ নিয়ে তুলে নিয়েছেন তাইজুল। এরপর স্লিপে নাজমুল শান্তের চোখ জোড়ানো ক্যাচে টেম্বা বাভুমা আউট হলেন ব্যক্তিগত ৬৭ রানে।