পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ ০৯ এপ্রিণ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের মিনি কনফারেন্স রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ১৭ জন সুবিদাভোগীর কাছে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হাসেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী আশরাফ।
এ সময় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিভিন্ন দপ্তরের প্রধানগন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, করোনার থাবায় স্থবীর হয়ে পরেছিল পুরো দেশ, নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াতে প্রধান মন্ত্রীশেখ হাসিনা বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র মানুষদের সহযোগীতা প্রদান করে আসছেন।
তারই ধারাবাহিকতায় ১৭ জন অসহায় মানুষকে ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।
এই টাকা দিয়ে এসব অসহায় মানুষেরা ঘুরে দাঁড়াতে পারবে। প্রধান মন্ত্রীর এ উপহার পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চেক প্রাপ্ত সুবিধাভোগীরা।