পরপর দু’টি চমক দেবেন বলেছিলেন হিরো আলম। কথা রাখলেন বাংলাদেশের ভাইরাল গায়ক-নায়ক হিরো আলম। কলকাতায় এসেছেন তিনি। প্রথম চমক ছিল পশ্চিমবঙ্গের ভাইরাল গায়ক ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরের সঙ্গে একটি নতুন গান রেকর্ডিং।সেই খবরে আলোড়িত নেটমাধ্যম।
দ্বিতীয় চমকটির কথা জানা গিয়েছে গতকাল রবিবার। হিরো আলম এ বার নতুন গান গাইলেন রানাঘাটের রাণু মণ্ডলের সঙ্গে। লেকটাউনের একটি স্টুডিওতে গানের রেকর্ডিং হয়েছে। ‘তুমি ছাড়া আমি’ গানটি লিখেছেন নজরুল কবির। সুর এফ এ প্রীতমের। সংগীত আয়োজনে ওয়াহেদ সাহিন ও মেহেদী বাপন।