দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির প্রবণতা আরও দুদিন পর বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি কম থাকায় গরম বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। রয়েছে ভ্যাপসা গরমের অস্বস্তি।
শনিবার (১৬ এপ্রিল) সকাল ৬টা থেকে রোববার (১৭ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত শুধু সিলেটে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
নাজমুল হক বলেন, রাজশাহী, পাবনা ও যশোর অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এ সময় ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা ছিল। রোববার সকাল থেকেও ঢাকার আকাশে মেঘের আধিপত্যে রোদের দেখা মিলছে কম। তবে রয়েছে দমকা বাতাস।
আগামী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার অবস্থা তুলে ধরে তিনি বলেন, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।