ঢাকা কলেজের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটনো হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকেল পৌনে পাঁচটার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ১২টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ঢাকা কলেজের সামনে নিউমার্কেটের ব্যবসায়ীরা অবস্থান নিয়েছে।
ফলে নীলক্ষেত-সাইন্সল্যাবের উভয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে ঢাকা কলেজ ও নিউমার্কেট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
দুই দোকানের কর্মীদের বিরোধের জেরে গত সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। মধ্যরাতে দুপক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।