রাজধানীর নিউমার্কেট এলাকায় আজ বুধবার সকাল থেকে শান্ত দেখা গেছে। সড়কে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের কোনো পক্ষের উপস্থিতি দেখা যায়নি। এছাড়া নীলক্ষেত-নিউমার্কেট এলাকার যানচলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, ঢাকা কলেজ শিক্ষার্থীদের চাঁদাবাজি, ফাও খাওয়া বা কম মূল্য পরিশোধ নয়, দুটি ফাস্টফুড দোকানের কর্মচারীদের বিবাদ থেকে নিউমার্কেটে সংঘাতের শুরু।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, সোমবার রাত ১১টা ৩ মিনিটে রামদা হাতে সাদা টি-শার্ট পরা এক তরুণের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল নিউমার্কেটে প্রবেশ করে। হাতে রাম দা দেখে নিরাপত্তারক্ষী তা কেড়ে নেয়।
এরপর তারা ওয়েলকাম ফাস্টফুডে ঢুকে সেখান থেকে বেরিয়ে ক্যাপিটাল ফাস্টফুডের দিকে যায়। সেখানে দোকানের বাইরেই গণ্ডগোল শুরু হয়। এর কিছুক্ষণ পর মার খেয়ে পালিয়ে যায় বহিরাগত তরুণরা। তাদের মধ্যে কয়েকজন ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী। তারা পালিয়ে যাওয়ার পরপরই তড়িঘড়ি করে ক্যাপিটাল নামের দোকানটি বন্ধ করে দেয়া হয়।
দোকান কর্মচারীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে খবর শুনে রাত সাড়ে ১১টার দিকে হেলমেটধারী এক দল ছাত্র ৪ নম্বর গেটে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। এরপর উত্তেজনা ছড়ায় দুই পক্ষে।