নাটোরের বড়াইগ্রামে ভ্যানচালক ইয়ামিন সরকার হিরো হত্যার রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ। রোববার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
তিনি জানান, গত ২৫ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার পূর্ব পাড়া এলাকার মৃত আয়নাল হক বিদ্যুতের ছেলে হিরোর অটোভ্যান নিয়ে বাইপাস এলাকায় যায়। সেখানে হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত স্বপন এবং রনি হোসেন ভ্যানটি থামাতে বলে।
ভ্যানটি থামানোর সঙ্গে সঙ্গে তারা ওই ভ্যানে থাকা রশি দিয়ে তার গলায় ফাঁস দিয়ে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে দেয়।
পরে তারা ভ্যান নিয়ে পালিয়ে যায়। এরপরে হিরোর বাবা আয়নাল হক ৬ মার্চ বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এর সূত্র ধরে তদন্ত শেষে পুলিশ ২৩ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার ফুলবতী এবং জলন্দী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।