সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে গত পাঁচ মাস ধরে বিধবা এক নারীকে ধর্ষণের অভিযোগে এক ইজিবাইকের চালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, তিন বছর আগে ওই নারীর স্বামী মারা যান। এর পর যাত্রী হিসেবে অভিযুক্ত চালকের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে।
এই সুযোগে ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে গত পাঁচ মাস ধরে ওই নারীকে ধর্ষণ করা হয়। বিষয়টি জানাজানি হলে ওই নারীকে অভিযুক্ত ব্যক্তি গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেছে ধর্ষণের শিকার নারী।
এ ঘটনায় গতকাল রবিবার অভিযুক্ত চালককে গ্রেফতার করে পুলিশ। এতে গ্রেফতারকৃত ব্যক্তিসহ দুজনকে আসামি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, আসামিকে কারাগারে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।