পটুয়াখালী গলাচিপায় হয়রানি মামলা দিয়ে ৮টি পরিবারকে গ্রাম ছাড়া করার পায়তারা করা খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের পূর্ব গোলখালী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে মো. জাহাঙ্গীর তালুকদার ৮টি পরিবারকে এলাকা ছাড়া করার জন্য হয়রানি মামলা দিয়েছেন বলে জানা যায়। জাহাঙ্গীর তালুকদার হচ্ছেন মৃত আ. রব তালুকদারের ছেলে। এ বিষয়ে হয়রানি মামলার স্বীকার ভূক্তভোগী মো. বশির তালুকদার, মো. তালেব সরদার, আ. মন্নান সরদার বলেন, আমাদেরকে জাহাঙ্গীর তালুকদারের লোকেরা মারধর করে উল্টো আবার আমাদের বিরুদ্ধেই মামলা করে।
যাতে আমরা প্রতিবাদ করতে না পারি এবং এলাকা থেকে চলে যাই। তারা আরো বলেন, আমাদেরকে প্রাণ নাশের হুমকি দেওয়ায় আমি গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করি। যার ডায়েরী নম্বর ১০৮১, তারিখ- ২৭/০৩/২০২২। সাধারণ ডায়েরীটি এখানো গলাচিপা থানায় চলমান আছে। যার প্রতিবেদনকারী হিসেবে আছেন এএসআই মো. নজরুল ইসলাম।
এ বিষয়ে আ. মান্নান বলেন, জাহাঙ্গীর তালুকদার গংদের কারণে আমরা রাতে বাসায় আতকিংত থাকি। যেকোন সময় আমাদেরকে মেরে ফেলতে পারে। গলাচিপা থানায় জাহাঙ্গীর তালুকদার গংদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা কোন মামলাকে কিছুই মনে করে না। আমরা বাঁচতে চাই। প্রশাসন সঠিক তদন্ত দিলে আমরা মুক্তি পেতে পারি।