December 23, 2024, 12:18 pm

গলাচিপায় উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতির ২৬তম মৃত্যুবার্ষিকী

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • Update Time : Monday, May 2, 2022,
  • 82 Time View

পটুয়াখালী গলাচিপায় বৃহত্তর গলাচিপা, দশমিনা ও রাঙ্গাবালী অঞ্চলের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বারেক মিয়ার ২৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচন সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

১লা মে (রবিবার) উপজেলার চিকনিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগ অফিস কার্যালয়ে বিকাল ৪টায় অনুষ্ঠান পালিত হয়। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বাদ ফজর কোরআন খানি, মিলাদ মাহফিল এবং মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ মোনাজাত। উপজেলা আওয়ামী লীগ মরহুমের আত্মীয়-স্বজন ও তার সকল গুণগ্রাহী তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও দোয়া প্রার্থনা করেন। উপজেলা আওয়ামী লীগ নেতা ও চিকনিকান্দী ইউনিয়নের সফল চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, আমার বাবার ২৬তম মৃত্যুবার্ষিকী আজ।

আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন। আওয়ামী লীগ তথা দেশের জন্য আমার বাবা ছিলেন একজন নিবেদিত প্রাণ। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযোদ্ধাদের অন্যতম সংগঠক ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ছিলেন।

এ সময় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মো. শাহ আলম, উপজেলা আওয়ামী নেতা মাহবুব হোসেন মুকুল, সহ-সভাপতি মো. আলমগীর মিয়া, প্রচার সম্পাদক কাওসার আহমেদ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. হাবলু মাস্টার, অবনী রায় প্রমুখ।

পরে ইউনিয়নের জনসাধারণ প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল বারেক মিয়ার স্মৃতি ধরে রাখার জন্য চিকনিকান্দী ইউনিয়নে একটি ম্যুরাল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)র কাছে জোরালো দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71