December 23, 2024, 3:34 pm

ডিজিটাল যুগে কাগজ বলে কিছু থাকবে না : মোস্তাফা জব্বার।

অনলাইন ডেক্স
  • Update Time : Friday, May 6, 2022,
  • 36 Time View

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ডিজিটাল যুগে প্রচলিত ব্যবসা-বাণিজ্য অনিবার্য কারণেই ডিজিটাল বাণিজ্যে রূপান্তরিত হবে। ডিজিটাল যুগ হবে ক্যাশলেস সোসাইটির যুগ। এরই ধারাবাহিকতায় কাগজের সভ্যতা বিলুপ্ত হওয়ার পথে। ’ সামনের দিনে প্রাকৃতিক ও প্রযুক্তিগত কারণে কাগজ বলে কিছু থাকবে না।

বৃহস্পতিবার রাতে ডিজিটাল প্লাটফর্মে ই-ক্যাব আয়োজিত ঈদ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোস্তাফা জব্বার।

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল দক্ষতা অর্জনের বিকল্প নেই উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘ডিজিটাল কমার্সকে বাণিজ্য খাত হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। আমার নিজস্ব অভিজ্ঞতাই বলে যে, কোনো খাত গড়ে তুলতে বাণিজ্যিক সংগঠন অসাধারণ ভূমিকা পালন করে। ’

এ সময় দেশে কম্পিউটার প্রযুক্তি বিকাশের পরিবর্তনে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগ তুলে ধরেন সংগঠনটির সাবেক  সভাপতি মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘মাত্র ৩৬ সদস্যের বিসিএস-এর মাধ্যমে ৯৮-৯৯ সালে কম্পিউটারের ওপর ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করে জনগণের কাছে সহজলভ্য করার প্রচেষ্টা বিসিএস-এর সমন্বিত উদ্যোগের ফসল। ’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাণিজ্য তো দূরের কথা, ই- কমার্স বোঝার লোক ছিল না এক সময়। কিন্তু, করোনাকালে আপনারা দেখিয়ে দিয়েছেন, গরুর হাট পর্যন্ত অনলাইনে হতে পারে। ’

ই-ক্যাবকে দেশে ডিজিটাল কমার্স রূপান্তরের অগ্রণী সৈনিক হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, ‘গ্রাহকেরা যাতে কোনোভাবেই প্রতারিত না হয়, সেদিকে ই-ক্যাবকে আরও সচেষ্ট হতে হবে। সুযোগ যেখানে থাকবে, অপরাধীরা সেখানে অপরাধ করবে, সেটা প্রতিটি ক্ষেত্রেই। এটা বিক্রেতার পাশাপাশি ক্রেতার ক্ষেত্রেও প্রযোজ্য। কাজেই ডিজিটাল অপরাধ ডিজিটাল প্রযুক্তি দিয়েই মোকাবিলা করতে হবে। যে যতো বেশি ডিজিটাল দক্ষ হবে, সে তত বেশি ব্যবসায় সফল হবে। ’

এ সময় ডিজিটাল প্রযুক্তি বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল কমার্সের বিকাশে ডাকঘরের বিশাল নেটওয়ার্ক কাজে লাগাতে এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ডাক বিভাগ হবে ডিজিটাল কমার্স প্রসারের ডিজিটাল মহাসড়ক। ’

ই-ক্যাবের সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব তমালের সঞ্চালনায় ই-ক্যাবের কর্মকর্তারা অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন। তারা ই-ক্যাব ও ডিজিটাল বাণিজ্যবিষয়ক নানা প্রসঙ্গে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71