সংবাদের শিরোনামে থাকেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করেছেন। বরের নাম জাহিন। তিনি বিদেশে লেখাপড়া শেষ করে এখন দেশেই থাকছেন।
এমন তথ্য প্রকাশ করেছে দেশের বেশ কিছু সংবাদমাধ্যম।
ফারিয়ার বিয়ের ব্যাপারে তার ফুপু জেসমিন সুলতানা সংবাদমাধ্যমকে বলেছেন, দুই মাস আগে বিয়ে হয়েছে ফারিয়ার। পারিবারিকভাবে, ছোট আয়োজনে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।
তবে ফারিয়া তার বিয়ের ব্যাপারে কথা বলতে একেবারেই রাজি নন। তিনি বলেন, ‘এ বিষয়ে এখন আমি কোনো মন্তব্য করবোই না! যা লিখার লিখে ফেলছে! আমার যখন সময় আসবে, আমি নিজ থেকেই যা যা জানানো প্রয়োজন মনে করি করব! কিন্তু এ মুহূর্তে কোনো কথা বা মন্তব্য আমি করব না!’
ঈদে ফারিয়ার পরিবারের সবাই এক হয়েছেন। সেখানে সবার সঙ্গে ক্যামেরাবন্দি হন ফারিয়ার স্বামীও। বিয়ে নিয়ে কিছু না বললেও ঈদ উপলক্ষে তার ইনস্টা স্টোরিতে বৃহস্পতিবার (৫ এপ্রিল) বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবির মধ্যে নীল পাঞ্জাবি পরা অভিনেত্রীর বর জাহিনকেও দেখা গেছে৷
২০১৯ সালের ফেব্রুয়ারিতে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। সেই সংসার টিকেছিল ১ বছর ৯ মাস।