গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটক থেকে রানী বেগম নামে এক নারী দর্শনার্থীকে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে কারারক্ষীরা।
শনিবার (১৪ মে) দুপুরে কারাগারের প্রধান ফটকে ওই নারীর ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। রাজধানীর লালবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন রানী বেগম।
পুলিশ জানায়, রানী বেগম মাদক মামলায় গ্রেপ্তার হওয়া তার মেয়ে বুশরা জাহান বিনির সাথে দেখা করার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে আসেন।
এ সময় কারাগারে কর্তব্যরত কারারক্ষী তার দেহ তল্লাশিকালে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে মোড়ানো ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। পরে তাকে আটক করে জিএমপি কোনাবাড়ি থানা পুলিশে হস্তান্তর করা হয়। গেলো মার্চে রানী বেগম দুটি মাদক মামলায় কারাবন্দী থেকে জামিনে বের হন বলেও জানিয়েছে পুলিশ।
জিএমপি কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, খবর পেয়ে ওই নারীকে কোনাবাড়ি থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।