পটুয়াখালীর গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক সেবিকে আটক করা হয়েছে। রবিবার (১৫ মে) রাত ৪ টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার এস আই মো. নিজামউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণকলস গ্রামের ইসমাইল পাহলানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে নীল রঙের ব্যাগের মাধ্যমে বহন করা ৫০০ গ্রাম গাজাসহ মো. বশির সন্যামতকে (১৯) আটক করা হয়েছে।
আটককৃত বশির সন্যামত হচ্ছেন উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের খারিজ্জমা গ্রামের মো. শাহজাহান সন্যামতের ছেলে। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, গাঁজাসহ গ্রেফতার বশির সন্যামতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় মামলা রুজু করা হয়েছে। তাকে পটুয়াখালী জেল হাজতে পাঠানো হয়েছে।