সাতক্ষীরায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হাকিমকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প। আব্দুল হাকিম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ব্রজপাটলি গ্রামের মৃত হায়দার আলী গাজীর ছেলে।
র্যাব জানায়, ২০১৩ সালে নড়াইল জেলার ভাংগাপোল এলাকা থেকে আব্দুল হাকিমকে ১ হাজার ২২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন বলেন, ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম দীর্ঘদিন পলাতক ছিলেন। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে কালীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ’