ময়মনসিংহে ৭ হাজার পিস ইয়াবা ও ৩৪ বোতল বিদেশী মদসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জন রোহিঙ্গা।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এর সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিনের নেতৃত্বে একটি টিম গতকা শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর চরকালীবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইলিয়াস কাদের বাবুল (৪৩), আনোয়ারা আক্তার ওরফে রোজিনা ২৬ (রোহিঙ্গা নাগরিক), মোঃ শাহেদ ২২ (রোহিঙ্গা নাগরিক), নজরুল ইসলাম ২৯ (রোহিঙ্গা নাগরিক), খালেদা আক্তার ৩৮ (রোহিঙ্গা নাগরিক), মো. তৈয়ব ২০ (রোহিঙ্গা নাগরিক) এবং মো. নাজমুল হুদা (২৫)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আসামি ইলিয়াস কাদের বাবুল মাদক ব্যবসার সুবিধার্থে রোহিঙ্গা নাগরিক আনোয়ারা আক্তার রোজিনাকে প্রায় দেড় বছর পূর্বে বিয়ে করে ময়মনসিংহের চরকালীবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মাদক ব্যবসায় পরিচালনা করে আসছিল।
বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মামলা দায়ের করেছেন।